পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে সিরিন আকতার নামক এক নারীকে বেদম মারপিট করে আহত করা হয়েছে। এঘটনায় আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই পারাসিধাই গ্রামে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মাজপাড়া ইউনিয়নের পারাসিধাই গ্রামের মৃত সামছের আলী শেখের ছেলে মুক্তার হোসেনের সাথে একই এলাকার মোঃ হারুন শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও আলম শেখ (২৭) ঘটনার দিন বিকাল পাঁচটার সময় জমির সীমানা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এসময় জাহাঙ্গীর ও আলম রামদা, হাসুয়া নিয়্যে মুক্তার হোসেনের বাড়ীর উপর এসে খুন করার হুমকি দেয়।
এক পর্যায়ে মুক্তার হোসেনের স্ত্রী সিরিন আক্তারকে ভয়ভীতি ও গালি গালাজ করে লাঠিসোঠা দিয়ে বেদম মারপিট করে গুরুতর আহত করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনা মুক্তার হোসেন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তকে এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর হোসেন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ত্রাসের রাজ্ব গড়ে তুলেছেন। তার দাপটে এলাকায় চলাফেরা করা যায় না। তার বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যা মামলা দিয়ে ফাসানো হুমকি দেয়।
#চলনবিলের আলো / আপন