পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল শেখ (৩৩) নামে এক অটোভ্যান চালককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ১০ টার দিকে ভাঙ্গুড়া পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল পৌর সভার চৌবাড়ীয়া উত্তরপাড়া মহল্লার মৃত রাজেন শেখের ছেলে।
পুলিশ জানায়,সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার ওসি মু: ফয়সাল বিন আহসান এর নেতৃত্বে এসআই শফিকুল আলম ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার শরৎনগর বাজারস্থ বিশ্বকর্মা অটো হুন্ডা সার্ভিসিং সেন্টারের সামনে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু: ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
#চলনবিলের আলো / আপন