শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ই-পেপার

তাড়াশে আগাম বর্ষার পানিতে সমস্ত কৃশি জমি প্লাবিত

মুন্না হুসাইন(ভ্রাম‍্যমান)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ২:২৩ অপরাহ্ণ

তাড়াশ উপজেলার প্রায় ২৫০০০হেক্টর কৃষি জমি আগাম বর্ষার পানিতে প্লাবিত মহেশরৌহালী, বিরলহালী, পংরৌহালী ও চাকরৌহালী সহ নওগাঁ ইউনিয়নের বিভিন্ন স্থানে ঢুকছে আগাম বর্ষার পানি।আর এ নতুন বর্ষা পানিতে চলছে জেলেদের মাছ শিকারের ধুম। পানি বাড়ার সাথে সাথে পেশাদার জেলেদের সাথে সাথে মৌসুমি জেলেরা এবং ছোট ছোট ছেলেমেয়েরা মাছ শিকারে ব্যাস্ত সময় পাড় করছে।

কেউ কেউ মাছ ধরছে জাল কিংবা বরশি দিয়ে কেউ বা আবার মাছ ধরছে কারেন্ট জাল কিংবা বাদাই জাল দিয়ে। তারা মাছও পাচ্ছে প্রচুর পরিমানে সেই সাথে মাছের দাম ও পাচ্ছে বেশি।

কথা হয় পেশাদার জেলে দুলালের সাথে, তিনি জানান আমি কারেন্ট জাল ও বরশি দিয়ে মাছ ধরি। কিছুদিন ধরে ভালো মাছ পাচ্ছি। আজ ৪৫০ টাকা মাছ বিক্রি করছি। গতকাল ও এমন বিক্রয় করছি পানি আরো বাড়লে বেশি মাছ পাব ।

মৌসুমি জেলে নুরইসলাম জানান আমি বর্ষা এলেই মাছ ধরি। কারণ এ সময় মাছ বেশি পাওয়া যায়।
আমরা মাছ ধইরা এখন ভালোই আছি। আমরা প্রতিদিন গড়ে ৪৫০টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত মাছ বিক্রি করি।আমাদের সংসার এখন ভালোই চলে,বর্ষা আসার পর থেকে প্রতিদিন ৪৫০-৫৫০ টাকা বিক্রি করছি। আমার ১৫ থেকে ২০টি কারেন্ট জাল আছে এতে ভালই মাছ ওঠে। অনেকে আরো বেশি ও বিক্রি করে। ১০ থেকে ১৫ জন জেলের সাথে কথা বলে জানা যায় সবাই প্রতিবারের চেয়ে এবার মাছ বেশি পাচ্ছে। মাছ বেশি পাওয়ার কারনে অনেক মৌসুমি জেলেরাই নামছে মাছ ধরতে। মঙ্গলবার বিকালে নওগাঁ ইউনিয়ানে ৩নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা বরশি দিয়ে মাছ ধরছে। অনেক ছেলেরা আবার ছোট ছোট ধুনদি দিয়ে মাছ ধরতে ব্যাস্ত। ছোট ছোট ছেলে মেয়েরা মাছ ধরতে পেরে অতি খুশি। এ বিষয়ে কৃষি কর্মকর্তা লুৎফুন্নেসা বলেন তাড়াশে প্রায় সমস্ত কৃষি জমি পানিতে প্লাবিত।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর