রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় একটি ছাগলের দাম ৮০ হাজার টাকা

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১, ৪:১০ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলায় কালো সম্রাট নামক একটি ছাগলকে ৮০ হাজার টাকা দাম হাকানো হচ্ছে। একদন্ত ইউনিয়নের বারইপাড়া (হিন্দুপাড়া) গ্রামের নজরুল ইসলাম নামক এক কৃষক এই কালো সম্রাটকে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রস্তত করেছেন। ছাগলটি কেনার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কাস্টামার এসে ভিড় করছেন।

নজরুল ইসলাম কালু জানান, এক বছর আগে আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে আমি সম্রাটকে ৮ হাজার টাকায় দিয়ে খরিদ করি। আমার মেয়ে মিনারা খাতুনকে পোষার জন্য ছাগলটি কিনে দেই। মেয়ে নিজেই ছাগলটিকে লালন পালন করতে থাকে। আমি যে বেডে ঘুমায় সেই বেডেই সম্রাট থাকে। গায়ের রং কালো হওয়ায় এই ছাগলটি শখ করে নাম রাখা হয়েছে সম্রাট। কিন্তু সম্রাটকে দেখতে প্রতিদিন উৎসুক মানুষ আমার বাড়ীতে ভিড় জমাচ্ছে।

ছাগলটি প্রায় দুই মণ ওজন হওয়ায় এর দাম হাকানো হচ্ছে ৮০ হাজার টাকা। তবে এখন করোনা ভাইরাস সংক্রমন রোধে কঠোর লকডাউন চলছে সেহেতু বাজারের অবস্থা বুঝে আলোচনা সাপেক্ষে দাম কমবেশি হতে পারে। সম্রাটটিকে নিয়মিত দেখা শুনা করেন আমার মেয়ে মিনারা খাতুন। সে প্রতিদিন খুদের ভাত, গমের ভূসি, খেসারীর ভূসী, খৈল, ডাল শুকনো খাবার, কলা জাতীর খাবার খাওয়াতেন সম্রাটকে। তবে ভালো দাম পেলে বিক্রয় করে আমি আরও দুইটি ছাগল কিনব এবং আমার মেয়ের জন্য স্বর্ণের একটি চেন কিনে দেব।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর