করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় শ্যামল বাংলা ফাউন্ডেশনের উদ্দ্যোগে পাবনা জেলা সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুরে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ ৪ জুলাই রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় শ্যামল বাংলা ফাউন্ডেশন কেন্দ্র কমিটির সদস্য মো রাকিবুল হাসান এর পরিচালায় উক্ত মাস্ক বিতারণ কার্যে উপস্হিত ছিলেন কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির এস আই মো শাহ আলম।চলমান লকডাউন যথাযথভাবে কার্যকর করন ও মাস্ক বিতরণ কালে এস আই মো শাহ আলম বলেন করোনা ভাইরাস হতে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে সরকারি স্বাস্হ্যবিধি ও নির্দেশনা মানতে হবে তাহলে রোগ হতে রক্ষা পাওয়া সম্ভাব। শ্যামল বাংলা ফাউন্ডেশনের পাবনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক শামীম আহমেদ বলেন বিনা কারনে নিজে ও পরিবারের কেউ যেন বাড়ীর বাহিরে না যাই। এ জন্য তিনি সকলকে অনুরোধ করেন ও সেই সাথে মাস্ক পরিধান এবং শারীরিক দুরুত্ব বজায় রেখে চলাচল করার জন্য অনুরোধ জানান। এ সময় উপস্হিত ছিলেন কাশিনাথ ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা মো ফরহাদ হোসেন জামাল পুর সংবাদ 24ফরিদপুর থানার প্রতিনিধি মো রমজান আলী মো আজাদুল ইসলাম ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন