পাবনার ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বুলবুল হোসেন খাঁন। তিনি প্রতিবছর বিভিন্ন জায়গায় বর্ষার মৌসুমে নিজ উদ্যেগে বৃক্ষ রোপণ করে থাকেন। বৃক্ষরোপণ কর্মসূচী ছাড়াও সমাজে অসহায় মানুষের বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা করে ইতিমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। চলছে বর্ষাকাল। বর্তমানে বৃক্ষরোপণের উপযৌক্ত সময় হওয়ায় তিনি নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব গাছের চারা রোপন করেন। আজ ভাঙ্গুড়া উপজেলার ঝি-কলকতি ব্রীজ থেকে কলকতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০ টি গাছের চারা রোপণ করেন। রোপন কৃত গাছের মধ্যে ছিলো কৃষ্ণচূড়া, কাঠবাদাম,রাধাচূড়া।গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঔ বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। মানবিক ভাঙ্গুড়া সংগঠনের সাধারন সম্পাদক ও বুলবুল আহমেদ খাঁন এর ভাতিজা মোঃ সজল খাঁন পাভেলের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও ভাঙ্গুড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা খাঁন,স্থানীয় পেশ ইমাম, গ্রামের সুশিল সমাজের ব্যাক্তিবর্গ। মানবিক ভাঙ্গুড়ার সাধারণ সম্পাদক সজল খাঁন পাভেল বলেন,উক্ত বৃক্ষরোপণের প্রধান উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে যে ক্ষতি হচ্ছে সেটা থেকে মুক্তির সামান্য প্রয়াস মাত্র। বুলবুল আহমেদ খাঁন উপস্থিত সাংবাদিকদের মোবাইল ফোনে জানান,আমার এই উদ্যোগের মাধ্যমে সমস্থ বাংলাদেশের জনগণ যাতে উদ্বুদ্ধ হয় এবং ভালো কাজে এগিয়ে আসে এজন্যই এই কাজের উদ্যেগ গ্রহন করি। সমাজের ব্যাক্তিবর্গ আমার এই কাজকে ভালোভাবে গ্রহন করবে এবং ভবিষ্যতেও যেন সমাজের মধ্যে ভালো কাজ করতে পারি সে জন্য সবার সাহায্য কামনা করছি। বুলবুল আহমেদের এমন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন সমাজের সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
#চলনবিলের আলো / আপন