সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক ঘটনায় এক নারীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ও আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে ঘটনা দুটি ঘটেছে।
নিহতরা হলো – রায়গঞ্জের ব্রক্ষগাছা ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের স্ত্রী রহিমা বেগম (৬৭) ও একই উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের মধু সেখের ছেলে সবজি বিক্রেতা জসিম উদ্দিন (৫৫)।আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে লাশ দুটি উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে সোমবার রাতে ডেকে নিয়ে শ্যালককে জিম্মি করে জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের ছমির আলী। মঙ্গলবার সকালে ছমিরের বৃদ্ধা শ্বাশুড়ি রহিমা বেগম ছেলেকে ছাড়িয়ে আনার জন্য মেয়ের বাড়িতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে মারা যান।
অপরদিকে, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি নিজাম উদ্দিন। মঙ্গলবার সকালে নিজামের বাড়ির পাশের ঝোপ-ঝাড়ের একটি গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।দুটি মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন