পাবনার ভাঙ্গুড়ায় সবাইকে মাক্স ব্যবহার করার জন্য ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন, পৌরসভা,থানা প্রশাসননের যৌথ উদ্যোগে বিকেল ৫ টায় ভাঙ্গুড়া বাজারস্থ বকুলতলায় মতবিনিময় সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
রেলিটি বকুলতলা থেকে শুরু হয়ে ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড হয়ে বেলি ব্রিজ দিয়ে শরৎনগর বাজার হয়ে কলেজ পাড়া ব্রিজ পার হয়ে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয় ।
মতবিনিময় সভায় ও রেলি তে যোগদান করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ বাকিবিল্লাহ, পৌরসভার মেয়র মোহাম্মদ গোলাম হাসনাইন রাসেল, ভাংগুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ আজিদা পারভীন (পাখি),উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন (ছবি),সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান, ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শহিদুজ্জামান তরুণ, সাধারণ সম্পাদক মোঃ মেজবাউল আলম, উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মী বৃন্দ।
#চলনবিলের আলো / আপন