পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈমীনুল হোসেন চঞ্চনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষনের ঘটনায় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই মেয়ের পরিবারের লোকজনকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে।
গুরুতর আহত শহিদ(৪০)কে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ী সিংহরিয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ২৫ জুন সন্ধা সাড়ে সাতটার দিকে মতিঝিল বাজারের ইউনিয়ন পরিষশদের পাশে। ধর্ষিতার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভূগছেন।
আহদের পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধায় সিংহরিয়া গ্রামের মৃত- আব্দুল সামাদ এর ছেলে মহিঝিল বাজার হয়ে বাড়ী আসছিলেন। এসময় চঞ্চল চেয়ারম্যানের সন্ত্রাসী মকিম গং তার চলার পথ গতিরোধ করে লাঠিশোঠা, লাহাররোড, ধারালো অস্ত্র, জিআই পাইপ দিয়ে তাকে বেধরক মারপিট করে। তার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত শাহিদের আত্নচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
#চলনবিলের আলো / আপন