শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় তিন জনের করোনা ভাইরাস শনাক্ত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৩:৪০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে তিন জন করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। জেলা প্রশাসনের তালিকানুযায়ী এ নিয়ে উপজেলায় আক্রান্তর সংখ্যা দাড়ালো ১৬৮ জনে। নতুন আক্রান্ত ওই তিন ব্যক্তির বাড়িসহ আশপাশ এলাকা লকডাউন করে হোম আইস্যুলশনের মাধ্যমে আক্রান্তকারী ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় উপজেলায় তিন ব্যক্তির আক্রান্ত খবর নিশ্চিত হওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিরা দুই জন পুরুষ, এদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ও অপরজন একজন নারী। এদের মধ্যে গৈলা ইউনিয়নে একজন ও রত্নপুর ইউনিয়নের দুই জন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকানুযায়ী ১৩৫ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৪ জন বর্তমানে নিজ নিজ বাড়িতে আইস্যুলেশনে রয়েছেন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, জ্বর, সর্দি, কাশি হলে জনসমাগম এড়িয়ে বাসায় অবস্থান করুন এবং কেউ আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে যোগাযোগ করুন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর