আটঘরিয়া প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় দুইজন ছাগল চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসি। গতকাল বৃহষ্পতিবার সন্ধার সময় মতিঝিল গনির বটতলা নামক স্থানে তাদেরকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসি জানায়, ওইদিন সন্ধায় হাসাখালি বটতলা নামক স্থানে একটি কালো রংয়ের ছাগল রাস্তার পাশে ঘাস খাচ্ছিল। এসময় উপজেলার গুচ্ছ ুগ্রামের আব্দুর রহিমের ছেলে হৃদয় (১৬), চাঁদভা ক্লাবপাড়া এলাকার আজাদ আলী ছেলে নাজমুল হোসেন (১৭) ছাগলটিকে চুরি করে একটি অটোবাইকে তুলে দ্রুতগতিতে পালাচ্ছিলেন।
বিষয়টি এলাকার লোকজনের দেখে সন্দেহ হলে গনির বটতলায় পরিচিত লোকজনকে ফোন করে ছাগলসহ অটোবাইককে আটক করতে বলে এবং তারা তাদেরকে আটক করে। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ছাগলসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।