আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার সময় আবারো ৫ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া সামগ্রী তাস, মোবাইল ফোন ও বাই সাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার(২৩ জুন) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ কোনপাড়া গ্রামের তাহেরুল ইসলামের নির্মানাধীন ফাঁকা বাড়ীতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বড়দাপ কোনপাড়া গ্রামের মৃত চয়েন উদ্দীনের পুত্র মোঃ শফিয়ার রহমান (৪০), রাধানগর দীঘিপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র মোঃ আলমগীর হোসেন (২৬), কিসমত রসেয়া গ্রামের মোঃ রহিম উদ্দীনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (২২), রাধানগর ঘোড়াডাঙ্গা গ্রামের মৃত কলিম উদ্দীনের পুত্র মোঃ মকবুল হোসেন (৪০) এবং বড়দাপ ঘোষপাড়া গ্রামের বিদ্যানাথ ঘোষ এর পুত্র মহেন চন্দ্র ঘোষ ওরফে মনা (২৩)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি এসআই মোঃ রাশেদুজ্জামান নেতৃত্বে এসআই প্রদীপ চন্দ্র, এসআই মঞ্জুুরুল, এএসআই মিজানুর ও আঃ মালেকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার(২৩ জুন) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার সময় রাধানগর ইউনিয়নের বড়দাপ কোনপাড়া গ্রামের জুয়াড়ী শফিয়ারের বাড়ীতে এক ষাঁড়াশী অভিযান পরিচালনা করেন।
এসময় কয়েকজন ধূর্ত জুয়াড়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে গেলেও উল্লেখিত ৫ জুয়াড়ীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করেন। এসময় পুলিশ নগদ ৬ হাজার ১শত ৩০টাকা, কিছু জুয়া সামগ্রী তাস, ৫টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন এবং দুইটি বাই সাইকেল জব্দ করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, রাতেই গ্রেফতারকৃত ও পলাতক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা এবং সংক্রামক ব্যাধি বিস্তারে বিদ্বেষপূর্ণ কাজ করায় তৎসহ দন্ডবিধি আইনের ২৭০/২৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার(২৪ জুন) আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। উল্লেখ, গত ১৬ জুন আটোয়ারী থানা পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়েনর চুচুলী বটতলী গ্রামের জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ীতে জুয়া বিরোধী এক অভিযান পরিচালনা করে ৬টি মোটর সাইকেল সহ ৭ জন জুয়াড়ীকে হাতে-নাতে আটক করে জেল হাজতে প্রেরণ করেন ।