মোঃ রোকনুজ্জামান, সিরাজগঞ্জ (ভ্রাম্যমাণ) প্রতিনিধিঃ
87বুধবার ২৩ জুন বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিকের সভাপতিত্বে দলটির রাজনৈতিক ঐতিহ্য ও গৌরবের কথা উল্লেখ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার,সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, সহ-সভাপতি শাহাজান আলী সরকার,যুগ্ম সাধারন সম্পাদক গাজী আব্দুল হামিদ অাকন্দ,সাংগঠনিক সম্পাদক মেহাম্মাদ আলী আকন্দ,ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি,সাধারণ সম্পাদক হাবিবুর রহমকন হাবিবসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।