সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে ট্রাক চাঁপায় দুইজন নিহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১, ৮:১৮ পূর্বাহ্ণ

নগরীর আমতলার মোড় সংলগ্ন সড়কে বুধবার বিকেল তিনটার দিকে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক রবিউল শেখকে (৩৫) ট্রাকসহ আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন-জেলার বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার ডাক্তার বাড়ির বাসিন্দা নিতাই বিশ্বাসের পুত্র বিদ্যুৎ বিশ্বাস (৩৫) এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা রাব্বি ইসলাম (২৫)। এদেরমধ্যে বিদ্যুৎ বিশ্বাস জিলেট কোম্পানির ডিলার এবং রাব্বি তার বিক্রিয় প্রতিনিধি।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি নগরীর রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটিও একই দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আমতলার মোড় সংলগ্ন সড়কে ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনের বাম চাকার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর জনগুরুত্বপূর্ণ ওই সড়কটিতে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর