শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে আওয়ামী লীগ’ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১, ৩:২৪ অপরাহ্ণ

দেশের তথা এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

করোনার কারনে সরকারের স্বাস্থ্যবিধি মেনে বুধবার সকাল থেকেই উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয়ে জরো হয়।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং মুজিব বর্ষের পতাকা উত্তোলন, পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে স্বাস্থ্যবিধি মেনে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। দোয়া ও মেনাজাত পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হেদায়েত উল্লাহ।

সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন তার বক্তব্যে বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে ভাগীরথী নদীর তীরে যে সূর্য অস্তমিত হয়েছিল তার ১শ ৯২ বছর পর ১৯৪৯ সালের ২৩ জুন এই আজকের এই দিনে বাংলার মানুষের মুক্তি আর অধিকার আদায়ের জন্য পুরান ঢাকার স্বামীবাগের বিখ্যাত রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী আর বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত হয় দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল তথা এশিয়া মহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ‘বঙ্গবন্ধু, আওয়ামীলীগ ও স্বাধীনতা’ এই তিনটি শব্দ অমলিন ও অবিনশ্বর। ইতিহাসে এই তিনটি শব্দ একই সূত্রে গাঁথা। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জণ ও বর্তমান বিশ্বের নেতৃত্বকারী দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আওয়ামী লীগে অনস্বীকার্য। যা অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাসে নেই।


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক মলিনা রানী রায়, মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, আওয়ামীলীগ নেতা ফরহাদ তালুকদার, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ অংগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর