আজ বুধবার (২৩ জুন), ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের রাজনৈতিক অঙ্গনের পুরনো সংগঠনটি। বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি জনাব সাকিল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধূরী আওয়ামী লীগকে ৭২তম জন্মদিন-এর শুভেচ্ছা জানান।
১৯৪৯ সালের এই দিনে রাজধানী ঢাকার ‘কে এম দাস’ রোডের রোজ গার্ডেন-এ আত্মপ্রকাশ করে ‘পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ’ পরে ‘মুসলিম’ ও দেশ স্বাধীনের পর ‘পূর্ব বাংলা’র পরিবর্তে বাংলাদেশ যুক্ত হয়। এ দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের সিঁড়ি বেয়ে ৭৩ বছরে পদার্পণ করেছে দলটি।
#চলনবিলের আলো / আপন