শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ই-পেপার

বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে আওয়ামী লীগকে শুভেচ্ছা ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১, ৩:২১ অপরাহ্ণ

আজ বুধবার (২৩ জুন), ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের রাজনৈতিক অঙ্গনের পুরনো সংগঠনটি। বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি জনাব সাকিল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধূরী আওয়ামী লীগকে ৭২তম জন্মদিন-এর শুভেচ্ছা জানান।

১৯৪৯ সালের এই দিনে রাজধানী ঢাকার ‘কে এম দাস’ রোডের রোজ গার্ডেন-এ আত্মপ্রকাশ করে ‘পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ’ পরে ‘মুসলিম’ ও দেশ স্বাধীনের পর ‘পূর্ব বাংলা’র পরিবর্তে বাংলাদেশ যুক্ত হয়। এ দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের সিঁড়ি বেয়ে ৭৩ বছরে পদার্পণ করেছে দলটি।

১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রথম জাতীয় সম্মেলনে প্রতিনিধি ছিল প্রায় ৩০০ জন। প্রতিনিধিদের সমর্থনে ৪০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মওলানা ভাসানী, সাধারণ সম্পাদক হন শামসুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর