শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ই-পেপার

এ্যাসোসিয়েশন অফ এ্যালায়েন্স ক্লাব ইণ্টারন্যাশনাল জেলা ১০৩০ এর ফেলোশিপ ডিনার ও ক্যাণ্ডেল মেডিটেশন উনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১, ১১:০১ পূর্বাহ্ণ

গত ২১শে জুন সন্ধায় ‘এ্যাসোসিয়েশন অফ এ্যালায়েন্স ক্লাব ইণ্টারন্যাশনাল জেলা ১০৩০ এর উদ্যোগে ফেলোশিপ ডিনার ও ক্যাণ্ডেল মেডিটেশন উনুষ্ঠিত হয় ঢাকার বনানী ক্লাব লিমিটেড এর মিটিং কক্ষে।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানূরাগী এলাই সোহানা এরশাদ, এল এম এফ, প্রতিষ্ঠাতা চার্টার জেলা গভনর ১০৩০, এ্যাম্বাসেডর অফ গুডউইল, এ্যাসোসিয়েশন অফ এ্যালায়েন্স ক্লাব ইণ্টারন্যাশনাল এর নেত্রীত্বে।

উক্ত প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন এদেশের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব এলাই মোহাম্মদ এরশাদ হোসেন রানা, এলএমএফ, আর্ন্তজাতিক পরিচালক, এ্যাম্বাসেডর অফ গুডউইল, এ্যাসোসিয়েশন অফ এ্যালায়েন্স ক্লাব ইণ্টারন্যাশনাল। এই ফেলোশিপ ডিনার ও ক্যাণ্ডেল মেডিটেশন অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন দ্বিতীয় সহ-জেলা গর্ভনর বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানূরাগী এলাই আমিনা ফেরদৌসী মুনা, পি আরও এলাই আনিসুর রহমান, জেলা গর্ভনর প্রোটোকল অফিসার হিসাবে ছিলেন যথাক্রমে এলাই সাদিক উদ্দিন খান, এলাই আমজাদ হোসেন মনির ও এলাই ফাহমিদা আহম্মেদ।

আরো বিশিষ্ট ব্যক্তি যিনারা উপস্হিত ছিলেন দানবীর, সংগঠক, সমাজ সেবক এলাই সোহেল চৌধূরী, এলাই মো: হারুন অর রশীদ, লায়ন সাইফুর রহমান সহ বিভিন্ন সোসাল ক্লাবের গন্যমান্য ব্যাক্তিবর্গ যাদের উপস্হিতিতে এই অনুষ্ঠানটি সার্বিক ও সফলতা পায়। এ উনুষ্ঠানের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো ক্লাবের সদস্য বৃদ্ধি ও সমাজ সেবা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর