পাবনা জেলার শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।
এ উপলক্ষ্যে সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কবীর মাহমুদ আনুষ্ঠানিক ভাবে ওই ইউএনও কে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য, ভাঙ্গুড়ার ইউএনও হিসাবে উপজেলায় নতুন শিশু জন্মের সাথে সাথে তিনি ফুলের তোড়া, গাছের চারা ও একটি প্রত্যয়নপত্র নিয়ে সেখানে হাজির হতেন। এছাড়া তিনি সকলের সাথে সদাচরন ও পরিষদ আঙ্গিনায় একটি শিশু পার্ক নির্মাণ করেন।
ইউএনও আশরাফুজ্জামান বলেন, কাজের স্বীকৃতি হিসাবে এই সম্মান অর্জনে তিনি খুশি।
#চলনবিলের আলো / আপন