পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ঐতিহ্যবাহী শরৎনগর,হাট ও বাজারকে যানজট মুক্তকরণে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল এর নতুন পদক্ষেপ হলো অটো বোরাক ও সিএনজি স্ট্যান্ড । পৌর সদরের সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের পাশে এই স্ট্যান্ডটির উদ্বোধন করেন । উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ ও পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল।
জানা গেছে, শরৎনগর বাজার পৌর এলাকার একটি ঐতিহ্যবাহী পশুর হাট। এছাড়াও এই বাজারে দোকান পাট, কাঁচা বাজার ধান, পাট, শরিষাসহ বিভিন্ন কৃষিপণ্যের হাটও এই বাজারে বসে। সেই কারণে হাটবাজারের সময় বিশেষ করে যাত্রীবাহী অটো বোরাক, সিএনজি ও অটোভ্যানসহ এলোমেলোভাবে চলাচল করে যানজটের সৃষ্টি করে। এতে সাধারণ জনতা ভোগান্তির শিকার হতো। জনসাধারণের এই ভোগান্তি থেকে মুক্তি ও বাজার এলাকার যানবাহনের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট স্ট্যান্ডের দরকার মনে করেন। মূলত এই চিন্তা থেকে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল শরৎনগর বাজারের আশ পাশে সিএনজি আটো বোরাক, অটোভ্যান এর স্ট্যান্ড নির্মাণ করেন। এতে ভাঙ্গুড়া খেকে খানমরিচ, ময়দানদীঘি,নৌবাড়িয়া ও অষ্টমনিষা গামি যাত্রী এই স্ট্যান্ডে এসে তারা গাড়িতে উঠেতে পারে।
স্ট্যান্ডটিতে বেকারী জাতীয় খাবার, হালিম, ফুচকা, মিষ্টি ও ঠান্ডা পানীয় ব্যবস্থা রয়েছে যাহাতে যাত্রীরা সহজেই সেগুলো পায় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভিন পাখিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দু।
#চলনবিলের আলো / আপন