বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ

পাবনা সদরের মালিগাছা ইউনিয়নে পানিতে ডুবে দুইটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে মালিগাছা ইউনিয়নের মনোহরপুরে বড়ব্রীজ সংলগ্ন খালের পানিতে তলিয়ে এ ঘটনাটি ঘটে। মৃত শিশুরা মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে স্কুল ছাত্র জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে স্কুল ছাত্র জেহাদ হোসেন (১৩)। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন বলেন, সোমবার দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ স্রোতের পাকের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারের জন্য  হাত বাড়িয়ে উদ্ধারের চেষ্টাকালে সেও ওই স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়। খালের উপরে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় প্রায় অর্ধশতাধিক মানুষ খালের গভীর পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। ঘটনার দেড় ঘন্টা পর জেহাদকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে জুয়েলকে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে স্থানীয়রা। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকেও মৃত ঘোষনা করেন। একই সাথে মর্মান্তিক ভাবে দুইটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর