পাবনার চাটমোহরে নবাগত ওসি মুহম্মদ আনোয়ার হোসেন সঙ্গে চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সন্ধ্যা ৭টা থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস,জঙ্গি, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক চাটমোহর বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ হাবিবুল রহমান,সাপ্তাহিক সময় অসময় এর প্রকাশক ও সম্পাদক ও চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, সময় সংবাদ বিডি প্রকাশক ও সম্পাদক ও চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ,সাপ্তাহিক চলন বিলের আলো প্রকাশক ও সম্পাদক ও হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনি, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মনিরুজ্জামান আকাশ, হান্ডিয়াল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ভারপ্রাপ্ত সম্পাদক সময় সংবাদ বিডি মোঃ আল-আমিন, ব্যবস্থাপনা সম্পাদক সময় সংবাদ বিডি ও চাটমোহর উপজেলা প্রতিনিধি দৈনিক গণকণ্ঠ মোঃ কায়সার আহমেদ, দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক শতকন্ঠ প্রতিনিধি মোঃ শাহ আলম। হান্ডিয়াল প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক গোলাম কিবরিয়া উজ্জল, সময় অসময় ভ্রাম্যমাণ প্রতিনিধি ও হান্ডিয়াল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ডাবলু এস বি চাটমোহর উপজেলা প্রতিনিধি রাকিব হাসান রওশন, সময় অসময় পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান মিলন, ষ্টাফ রিপোর্টার সময় সংবাদ বিডি মোহাম্মদ মহাসিন আলম।
#চলনবিলের আলো / আপন