কে,এম আল আমিন :
বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক পল্লীতে অগ্নিকান্ডে ৫ টি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। উল্লাপাড়ার উধুনিয়া ইউপির বাবলীদহ গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল এ ঘটনা নিশ্চিত করে জানান, উক্ত গ্রামের শাহীন আলমের বাড়ি হতে সম্ভবত বিদ্যুতের সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পার্শ্ববর্তী আফজাল হোসেন, স্বপন হোসেন, মিন্টু মিয়া ও আব্দুস ছাত্তারের বাড়িতে ছড়িয়ে পড়ে।
৫ টি বাড়ির মোট ৮/১০টি ঘর,বাড়িতে থাকা ধান, চাল, নগদ টাকা, গহনাদি, জমির দলিল পত্র, প্রয়োজনীয় আসবাব পত্র সহ সংসারের সবই পুড়ে ছাই হয়ে গেছে। সর্বশান্ত হয়ে এখন তারা পরিবার নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর দিন কাটাচ্ছে। । এতে প্রায় ২২/২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারনা। স্থানীয় লোকজনের সহায়তায় কয়েক ঘন্টা চেষ্টার ফলে পরে আগুন নিয়ন্ত্রণে আনে।