সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরে করোনাকালীন শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় জেলা প্রশাসনের আয়োজনে অনলাইন ক্লাস এর গুরুত্ব ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,টিভি চ্যানেলের প্রতিনিধি, স্থানীয় ক্যাবল নেটওর্য়াকের সদস্যদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে অনলাইন ক্লাস এর গুরুত্ব তুলে ধরে তা কিভাবে নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচালনা করা যায় তার বিষয়ে মতামত নেন। এবং এ বিষয়ে তথ্য প্রযুক্তিগত সহায়তা বিষয়ে আলোচনা করা হয়। এসময় প্রযুক্তিগত সহায়তার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।