পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী চক্রকে শনাক্ত করতে হরিপুর বাজারে সিসি টিভি ১২ টা ক্যামেরা আওতায় আনা হয়েছে।
আজ ১৬ জুন বুধবার বেলা ১১ টায় হরিপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে হরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মকবুল ইসলামের সভাপতিত্বে ও মোখলেসুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ( বিপিএম), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটমোহর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সজীব শাহরিন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধ করতেই সিসি ক্যামেরার উদ্যোগ নেয়া হয়েছে। ১২টি সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এতে করে অপরাধীদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। ফলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করে ছাড় পাবে না।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক রওশন,স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আলী হায়দার সরদার,সাংবাদিক,সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
#চলনবিলের আলো / আপন