চাটমোহর ডায়াবেটিস সমিতি’র উদ্যোগে সদ্য বদলিকৃত পাবনার প্রশাসক জনাব কবীর মাহমুদ-কে (১০ জুন) বৃহস্পতিবার দুপুরে সংক্ষিপ্ত পরিসরে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পাবনার পুলিশ সুপার জনাব মহিবুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সৈকত ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জনাব শারমিন ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মি এবং ‘চাটমোহর ডায়াবেটিক সমিতি’র প্রতিষ্ঠাকালীন দাতা ও আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন।