দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র (১০ জুন) বৃহস্পতিবার সকাল ১১.৩০ গনভবন থেকে ভার্চুয়ালীর মাধ্যমে মসজিদগুলো শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবনার চাটমোহর উপজেলার নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম), চাটমোহরের সার্কেল সজীব সাহরীন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক ইসলামিক ফাউন্ডেশন পাবনা শাখার উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত শেষে সৌদি আরবের মরিয়ম খেজুর গাছের চাড়া রোপন করেন জেলা প্রসাশক পাবনা মহোদয়।