নগরী আমানতগঞ্জ এলাকার খাল থেকে শুক্রবার সকালে নিখোঁজ শিশু সবুজ মন্ডলের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ শিশুর মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য না করলেও নিহতের স্বজনদের দাবি, সবুজকে হত্যা করে লাশ খালে ফেলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৬ নম্বর ওয়ার্ড হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের পুত্র সবুজ মন্ডল। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সবুজ তার মায়ের কাছ থেকে ২০টাকা নিয়ে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও সবুজের কোন সন্ধান পায়নি। রাতেই নিখোঁজের বিষয়টি কোতয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।
সবুজের পরিবারের দাবি, অতিসম্প্রতি মোবাইল চুরির অপবাদে স্থানীয় কয়েকজন ব্যক্তি সবুজকে মারধর করে। সেসময় তারা সবুজকে পরবর্তীতে মেরে ফেলারও হুমকি দেয়। স্বজনদের ধারণা সেই হুমকিদাতারাই সবুজকে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে কিছুই বলা যাচ্ছেনা। তারপরেও স্বজনদের অভিযোগের বিষয়টি মাথায় রেখে পুলিশের তদন্ত চলছে। পাশাপাশি লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।####
বরিশালে বেঁদে সদার্রসহ আটজন গ্রেফতার
রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিদি, বরিশাল জেলার গৌরনদী পৌরসভার সীমান্তবর্তী টরকীচর ও আংশিক কালকিনি উপজেলার স্থায়ী বেঁদে পল্লীতে দু’গ্রুপ বেঁদেদের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাংচুরের মামলায় বেঁদে সদার্রসহ আটজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-বেঁদে সদার্র নাসির সরদার, সাবেক সদার্র নান্নু সরদার, বেঁদে পল্লীর বাসিন্দা পিকু সরদার, বাচ্চু সরদার, কালাম সরদার, উজ্জল সরদার, পূর্নিমা বেগম ও আলাউদ্দিন সরদার।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক জানান, বেঁদে পল্লীতে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেঁদে সর্দার নাসির সরদার ও প্রতিপক্ষ বেঁদে স্বপন সরদারের গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেঁদে পল্লীর বাসিন্দা ঝন্টু সরদার বাদি হয়ে সর্দার নাসির সরদারসহ ২৪ জনের নামউল্লেখ করে গত ৩০ এপ্রিল রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে টরকীরচর এলাকার অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত উল্লেখিত আটজনকে গ্রেফতার করা হয়েছে।
#আপন_ইসলাম