মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশর বরিশাল জেলা কমিটির সভাপতি ও মাইনরিটি নিউজ পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট অনিল চন্দ্র দে’র সহধর্মীনি পরিদিতা রানী দে (৬৯) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি স্বামী ও ১ পুত্র রেখে গেছেন। ওইদিন বিকেলে বরিশাল নগরীর মহাশশ্মাণে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশ ট্রাষ্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানস কুমার মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উৎপল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী, জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত ও মাইনরিটি নিউজ পত্রিকার বার্তা সম্পাদক প্রেমানন্দ ঘরামী।
#আপন_ইসলাম