বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ই-পেপার

সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমান মহেশখালী প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৬:৫৪ অপরাহ্ণ
dav

নারী সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা কর্তৃক হেনস্তা  ও পুলিশ কতৃক গ্রেফতারের প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী, মহেশখালী প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহেশখালী শাখা’র যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২০মে) সকাল ১০ টায় মহেশখালী উপজেলা পরিষদ সংলগ্ন বটতলায় অনুষ্ঠিত এই মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ ।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহেশখালী উপজেলা শাখার সদস্য সচিব ও মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এম রমজান আলীর পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখার সভাপতি কমরেড বাবু দিলিপ দাশ, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদ, আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অন্যতম স্বাক্ষী বাবু রবিন্দ্র লাল দে, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মাস্টার নাছির উল্লাহ খাঁন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাধারন সম্পাদক এম ছালামত উল্লাহ, আমিনুল হক, সহ-সভাপতি সৈয়দ মুজতবা আলী, অর্থ সম্পাদক মকছুদুর রহমান, সাবেক সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, যুগ্ম-সাধারন সম্পাদক গাজী মুহাম্মদ আবু তাহের, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সভাপতি মুহাম্মদ এনামুল হক, সহ-সভাপতি আব্দুর রহমান রিটন, জসিম উদ্দিন, সাধারন সম্পাদক সালমান এম রহমান, সদস্য নুরুল বশর, শাহরিয়ার কবির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ,যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ কাইছার হামিদ, সদস্য মিছবাহ উদ্দিন আরজু, জয়যাত্রা টিভির সিনিয়র সাংবাদিক ফুয়াদ মাহমুদ সবুজ, সদস্য আবু বক্করসহ প্রমুখ।

এ সময় বক্তারা, সাংবাদিক রোজিনা ইসলামের  বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে  অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।

সিনিয়র নারী সাংবাদিক রোজিনাকে হেনস্তাকারী স্বাস্থ্য  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা আরো  বলেন, “যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।”

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  মুহাম্মদ সোহেল,মোহাম্মদ ছিদ্দিক,আবদুল খালেক,মিজানুর রহমান,ইমন,শাহরিয়া কবির,ইরফান বাহার,আবদুল্লাহ আল সাকিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর