বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ই-পেপার

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কাশিমপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মানববন্ধন

নাসরিন আক্তার নদী, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৬:৪৯ অপরাহ্ণ

গাজিপুর মহানগর কাশিমপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মানববন্ধন সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকেরা। সারাবিশ্বে এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। কাশিমপুর সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি বক্তব্য রাখেন মো: মনির হোসেন মন্ডল,ও সাধারণ সম্পাদক মো: হাসান সরকার, আরো অনেকেই বক্তব্য রাখেন কাশিমপুরের প্রেসক্লাবের সদস্যবৃন্দ।মো:তরিকুল ইসলাম জুয়েল, মারুফ হোসেন, উইসুফ খান,মাসুদ রানা,রিপন মিয়া,জিকু হোসেন,খোরশেদ হোসেন আলম,নাসরিন আক্তার নদী,আকরাম হোসেন, কুদ্দুস বেপারী,হুমায়ূন কবির,মৃদুল।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর