বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

ই-পেপার

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃ শর্ত মুক্তির দাবিতে আটোয়ারীতে মানববন্ধন কর্মসূচি পালন

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৫:০৭ অপরাহ্ণ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আটোয়ারীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আটোয়ারী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে বৃহস্পতিবার ( ২০ মে) সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে রুহিয়া-পঞ্চগড় সড়কে প্রেসক্লাবের প্রচার সম্পাদক আক্তারুজ্জামান আতা’র সঞ্চালনায় সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ রাব্বু হক প্রধান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী, নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রথম আলোর প্রতিবেদক ও সাহসী নারী সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে তার বিরুদ্ধে মিথ্যে অপবাদে মামলা এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা গোটা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সরকারের কাছে দাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। কোনভাবেই এই ন্যাক্কারজনক ঘটনা কোন সরকারি আমলাকে ছাড় দেয়া যাবে না। বক্তারা বলেন, এই নেক্কারজনক ঘটনা প্রতিবাদে তেতুলিয়া হতে টেকনাফ পর্যন্ত সাংবাদিকরা ফুসে উঠেছে। বক্তারা ঘটনার তীব্র ঘৃণা সহ প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ জেষ্ঠ্য নারী সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর