মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

ই-পেপার

রোজিনার মুক্তির দাবিতে গুরুদাসপুর ও বড়াইগ্রামের সাংবাদিকদের মানববন্ধন

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ২:২১ অপরাহ্ণ

সচিবালয়ে যাঁরা রোজিনা ইসলামকে হেনস্তা করেছেন, তাঁদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন নথি চুরির যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা অবিলম্বের প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে গুরুদাসপুর থানার মোড়ে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপস্থিত হয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি দেওয়া না হলে আমরা রাজপথে নামবো এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবো। একই সাথে রোজিনাকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বক্তরা।
এসব দাবি জানিয়ে স্থানীয় দৈনিক দিবারাত্রী’র সম্পাদক মো. আত্হার হোসেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দিল মোহাম্মদ (যুগান্তর), এমএম আলী আক্কাস (কালেরকন্ঠ), মাজেম আলী (ভোরের কাগজ), আনিসুর রহমান (প্রথমআলো), রাশিদুল ইসলাম (ইত্তেফাক), মিজানুর রহমান (মোহনা টিভি), আখলাকুজ্জামান (আমাদের সময়), নাজমুল হাসান (যায়যায়দিন), জালাল উদ্দিন (মানবকন্ঠ), আব্দুস সালাম (আমার সংবাদ) ছাড়াও আবুহেনা মোস্তফা কামাল, এমদাদুল হক মোল্লা, শরিফুল ইসলাম ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি মো. অহিদুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর