টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদারকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এছাড়া স্থায়ীভাবে প্রাথমিক সদস্যপদ বাতিল করাসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার (১৯ মে) উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুর ইসলাম তোতা বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৮ এপ্রিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদেরের স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানা যায়। নোটিসে বলা হয়েছে, টাঙ্গাইল জেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দুলাল চকদারের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে, যা অনেক কিছুই প্রামাণিত। নোটিসটি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর অনুলিপি প্রেরণ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ বিষয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেন,দুলাল হোসেন চকদারের বহিষ্কারের অনুলিপি হাতে পেয়েছি। স্থায়ীভাবে তার সদস্যপদ বাতিল করাসহ সংগঠনের সকল কার্যক্রম থেকেও অব্যাহতি দেয়া হয়েছ ওই নোটিসে।
#আপন_ইসলাম