প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ এবং নি:শর্ত মুক্তির দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবের আয়োজনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে কর্মরত সাংবাদিকরা।
এসময় মানববন্ধনে সাংবাদিকরা, স্বাস্থ্য মন্ত্রী , স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবী করে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান। এছাড়া বিচার বিভাগী তদন্ত করে দোষিদের দৃষ্টান্তমুলক শ্বাস্তির দাবী করেন নাটোরের সাংবাদিকরা। আগামীকাল রোজিনা ইসলামের জামিন শুনানীতে জামিন না দেওয়া হলে শনিবার থেকে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দেওয়া হয়।
মানববন্ধনে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, প্রথম আলোর সাংবাদিক মুক্তার হোসেন, ইউনাইটেড প্রেসক্লাবের সাবেক সভাপতি নবিউর রহমান পিপলু, সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, সময় টিভির সাংবাদিক আল মামুন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, নাটোর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সুপ্রিম কোর্টের আইনজীবি আরিফুল ইসলাম, দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, ইউনাইটেড প্রেসক্লাবের অফিস সম্পাদক মেহেদী হাসান বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, নলডাঙ্গার সাংবাদিক রানা আহমেদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আব্দুল কাদের সজল সহ জেলা ও উপজেলার সাংবাদিকরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলার সিংড়া, বড়াইগ্রাম, নলডাঙ্গা, লালপুর, বাগাতিপাড়া,প্রথমআলো বন্ধুসভা, জাতীয় সাংবাদিক সংস্থা, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট, ভিডিও জার্নালিস্ট এস্যোসিয়েশন, জেলা ছাত্রমৈত্রী, বাম সংগঠন বাসদ, জাতীয় আদিবাসী পরিষদ সহ বিভিন্ন শ্রেণী পেশার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
#আপন_ইসলাম