বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ই-পেপার

ভিক্ষার টাহা জোমাইয়া জামা কিইন্যা দিছি

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৬ মে, ২০২১, ৭:২৪ অপরাহ্ণ

সকালে খাবার হোটেল থেকে পরোটা কিনে খেয়ে ঈদের দিনের যাত্রা শুরু। এরপর স্ত্রী হালিমা খাতুনকে বরিশাল নদীবন্দরে রেখে নগরীর গোরস্থান রোড মসজিদে ভিক্ষার জন্য গিয়েছিলেন চাঁদপুরের ছেলে শারীরিক প্রতিবন্ধী আকাশ। ফিরে এসে ভিক্ষার টাকা জমিয়ে কেনা নতুন পোশাক পরে দু’জনে অপক্ষোয় ছিলেন দুপুরের খাবারের।

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদের দিন নদীবন্দরে মুরগির রোস্ট ও পোলাওয়ের ব্যবস্থা করা হয়েছে। যা খেয়ে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটের মেয়ে হালিমা খাতুন তার স্বামী আকাশের হাত ধরে হাসিমাখা মুখে চোখে চশমা হাঁকিয়ে পায়ে হেঁটে গোটা নগরী ঘুরে বেরিয়েছেন। তবে এর আগে গোটা দুপুরজুড়েই নতুন পোশাকে এই দম্পতির ঈদ উদ্যাপনের আনন্দ আলোড়ন সৃষ্টি করে গোটা নদীবন্দর এলাকায়।

শারীরিক প্রতিবন্ধী আকাশ স্বাভাবিকভাবে কথা বলতে না পারলেও ঈদের দিনে নতুন পোশাকে তার আনন্দের কোনো কমতি ছিলোনা। তার স্ত্রী হালিমা খাতুন বলেন, ভিক্ষার টাহা জোমাইয়া দুইজন দুইজনকে জামা কিইন্যা দিছি। আকাশ মোরে ঈদে থ্রি-পিস কিইন্যা দিছে, আর মুই তারে পাঞ্জাবি কিইন্যা দিছি। যা গায় দিয়া মোরা দুইজন ঘুরতে বাইর হইছি।

তিনি আরও বলেন, আকাশের বাবা-মা কেউ নাই, আর তার (হালিমার) মা থেকেও নাই। একসময় মুই বরিশাল নদীবন্দরে ডিম বিক্রির কাজ করতাম। তিন বছর আগে আকাশের সাথে মোর প্রেম হয়। এরপর ঘাটের লোকজন মোদের বিয়া দিয়েছে। বিয়ার পর মুই কিছু না করলেও আকাশ ভিক্ষা করেন। যা দিয়ে মোগো দু’জনের পেট চলে যায়।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর