চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর ভাঙ্গণ কবলিত এলাকা খাষপুখুরিয়া ইউনিয়নের দক্ষিন খাষপুখুরিয়া গ্রামে ৩’শ ফুট এলাকাজুরে ভাঙ্গণরোধে ৯’ ৫’শ জিওব্যাগ ডাম্পিং কাজ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে যমুনা নদী ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেন উপজেলা আ’মীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেওয়ান মওদুদ আহমেদ,প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া,উপজেলা আ’মীলীগের সহ-সভাপতি খাষপুখুরিয়া ইউনিয়নের চেযারম্যান মো, আব্দুল মজিদ সরকার, প্রকৌশলী সদীপ কুমার সরকার, টাঙ্গাইল পানি উন্নযন বোর্ডের এস ও মো,নুরুজ্জামান, মোঃ সুমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু দাউদ সরকার, প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়াও প্রকল্পের ডিকাদার (হাজি গ্রুপ টাঙ্গাইল এর) মোঃ আব্দুর রশিদ,মোঃ আনিসুর রহমান, নজরুল ইসলাম, মোঃ মগ্বুল হোসেন,কারি মযনুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ প্রকল্পের কাজ সঠিক ভাবে করার জন্য দায়িত্বপ্রপ্তদের দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন।
চেয়ারম্যান ফারুক সরকার বলেন, দক্ষিন খাষপুখুরিয়া গ্রামে ৩’শ ফুট এলাকাজুরে (৯’৩৩ চব চোলাপে) ৯ হাজার ৫’শ জিওব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করা হয়। খাষপুকুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের ভাঙ্গণ কবলিত এলাকায় সঠিক ভাবে বস্তা ফেলা(ডাম্পিং) করা হলে এলাকা ভাঙ্গণ থেকে রক্ষা পাবে। পর্যায়কক্রমে কাজ হবে অপেক্ষা করুন চৌহালীতে ভাঙ্গণ আর থাকবে না ইনশাহ আল্লাহ।