টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।
গত ১৪ এপ্রিল ২০২১ খ্রি হতে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে পবিত্র কুরআন বিতরণ করা হয়।
পবিত্র কুরআন বিতরণ কালে উপস্হিত ছিলেন দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাসুম বিল্লাহ, সাংবাদিক আমজাদ হোসেন রতন, সাংবাদিক হাসান সাদী, মেডিকেল অফিসার ডা.কাউছার খান, ডা: মো: আজিজুর রহমান প্রমুখ।
এই কুরআন বিতরণ শেষে ডা: এম এ মান্নান জানান, সারা মাস জুড়ে যারা কুরআন পড়তে জানেন এবং কিছুটা ভুল ভ্রান্তি থেকেও বাংলা উচ্চারণ ও অর্থ না জানার কারণে ভুল করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। ২১০টি বাংলা উচ্চারণ অর্থসহ কুরআন শরীফ হাতে দিয়ে নিজেকে ধন্য মনে করছি, আমার এ উদ্যোগ চলমান।
#আপন_ইসলাম