কে,এম আল আমিন :
“ভালো প্রতিবেশী ভালোবাসা” এই শ্লোগানকে সামনে নিয়ে সিরাজগন্জের রায়গন্জ উপজেলায় বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগন্জ সিডিপির উদ্যোগে ১১০০ অসহায়, হতদরিদ্র ও কর্মহীণ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ মে মঙ্গলবার সকাল ১০ টায় সিরাজগন্জ সিডিপির ঘুড়কা কার্যালয়ে চাল,ডাল,তেল,লবণ,সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দেশব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। তাই আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। সামাজিক দুরত্ব বজায় রেখে জন সচেতনতা ও প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। মুখে মাস্ক ব্যবহার সহ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। দেশের এই ক্লান্তি লগ্নে করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহুর্তে কিভাবে নিজেকে,পরিবারকে,সমাজ ও দেশকে,সর্বোপরি বিশ্বকে কিভাবে রক্ষা করা যায় এ বিষয়ে বক্তারা উপস্থিত সকলকে অবগত করেন।
করোনায় কর্মহীণ,অভাবগ্রস্থ ও অসহায় পরিবারের সদস্যরা সামাজিক দুরত্ব বজায় রেখে এ সব ত্রাণ সহায়তা গ্রহন করেন। ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন,ঘুড়কা ইউপি সদস্য,জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সিরাজগন্জ সিডিপির ম্যানেজার,এডমিন অফিসার, আইজি অফিসার সহ গুড নেইবারস্ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।