ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন বাসী কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা কৃষক লীগের সভাপতি ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকার। অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকার ঈদ শুভেচ্ছা বার্তায় জানান ,ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। ঈদের দিন আমরা প্রত্যেকে যে যার সাধ্যানুযায়ী সাজগোজ করে ঈদের দিনে মসজিদে হাজির হয়ে দুই রাকাত নামাজ আদায়ের জন্য,এ নামাজ ছোট, বড় ,ধনী,গরীব কিংবা সুস্থ অসুস্থ সবাই আদায় করে থাকে। সাম্য, প্রীতি আর ভালোবাসার এমন নজীর আর কোথাও দেখা যায় না। সাম্য-মৈত্রীর এই অটুট বন্ধন এই নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিনে । সাম্প্রতিক কোভিড-১৯,করোনা ভাইরাসের ২য় ঢেউ রোধে আমরা সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনে ঈদের নামাজের জন্য মসজিদে উপস্থিত হবো। জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশিত স্বাস্থবিধি মেনে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিবো সকলে। পবিত্র ঈদুল ফিতর আমি সকলের আনন্দ ও কল্যাণ কামনা করছি এবং পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করছি। সকলের উত্ত্বরত্তর মঙ্গল কামনা করছি,সকলে আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেনো আপনাদের সেবা করার সুযোগ পাই।
#আপন_ইসলাম