বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

রাজশাহী বাসিকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রানা

আঃ আলিম সরদার,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ১২ মে, ২০২১, ৮:০৭ অপরাহ্ণ

রাজশাহী জেলা ছাত্রদলের সহ সভাপতি কে এইচ রানা শেখ রাজশাহী বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।বুধবার ২৯ তম রমজানে তিনি বলেন, “কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদ-উল-ফিতর। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের পাশাপাশি ঘূর্ণিঝড় -এর আঘাতে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ও রাজশাহী যখন দারুণভাবে ক্ষতিগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে ঈদ-উল-ফিতরের আগমন। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় রাজশাহীবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় এর ছোবলে বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতা ও ক্ষতিগ্রস্তদের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনের জন্য স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ও এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা মেনে চলতে হবে। তিনি আরো বলেন, মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দান করেন এবং ঘূর্ণিঝড়’-এ ক্ষতিগ্রস্ত ভাইদের দ্রুত ক্ষতি কাটিয়ে উঠার তাওফিক দান করেন।

ঈদের দিন সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করতে বলেন, এবং ঈদের নামাজ শেষে বাসায় অবস্থান করতে বলেন।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর