করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা মহানগর উত্তর শের-ই- বাংলা নগর থানা ছাত্রলীগের ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে করোনা বিপাকে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া কর্মহীন,হতদরিদ্র একশত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন শের-ই- বাংলা নগর থানা ছাত্রলীগ এর যুগ্ন- সাধারণ সম্পাদক ও ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গাজী নাজমুল হাসান।
বুধবার ১২ই মে সকালে শের-ই- বাংলা নগর থানার ২৮ নং ওয়ার্ডের বিজ্ঞান জাদুঘরের এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল আতপ চাল, তেল,চিনি, সেমাই,প্যাকেটজাত দুধ,এলাচি,দারচিনি,মাক্স।
ঈদ উপহার বিতরণ কালে গাজী নাজমুল হাসান বলেন,একদিকে সিয়াম সাধনার মাস রমজান, অন্যদিকে করোনায় লকডাউন। আয় রোজগারের পথ বন্ধ থাকায় খেটেখাওয়া ও সাধারণ মানুষ রয়েছে চরম সংকটে।গরীব অসহায় মানুষের পাশে ছিলাম থাকবো ইন্নশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা নগর থানা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটির নেত্বৃবৃন্দ।
#আপন_ইসলাম