জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও হেমনগরের কৃতি সন্তান মোঃ শাকিল উজ্জামান শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মে) দুপুরে হেমনগর এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- গ্রেফতারকৃত শাকিলের পিতা আব্দুল ওহাব, বাংলাদেশ ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ কাওছার আহমেদ, যুগ্ন সম্পাদক আরিফ আহমেদ, অর্থ সম্পাদক ফাহাদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মোঃ শাকিল উজ্জামান গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বের হবার সময় প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।
#আপন_ইসলাম