বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জে সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৮:৫৪ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী-পেশার সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যেক পরিবারকে নগদ ৫শ টাকা করে এ মানবিক সহায়তা প্রদান হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলায় জয়পুর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের হাতে এ উপহার তুলে দিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য  শিবলী সাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, ইউ, পি চেয়ারম্যান আয়নুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অপর দিকে উপজেলার ভাদুরিয়া ও মাহমুদপুর ইউনিয়নের উপকারভোগীদের হাতে এ  উপহার তুলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর