বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে দরিদ্র কৃষকের জমি লীজ নিয়ে প্রতারণা

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৫ মে, ২০২১, ৯:১২ অপরাহ্ণ

অভয়নগরে দরিদ্র কৃষক মোঃ সিদ্দিক শেখের জমি লীজ নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বাগদা গ্রামের মৃত মমিন শেখের পুত্র। জানা গেছে, সিদ্দিক শেখের কাছ থেকে মৌখিক চুক্তিতে একই এলাকার আনছার শেখের পুত্র মোঃ আরিফ শেখ(৪০) ব াগদা মৌজা বিলে ২৮০৮ ও ২৮১০ দাগে ২৭ শতক জমি লীজ নেন। ২০১৩-১৪ সালে দুই বৎসরে বিশ হাজার টাকা টাকা প্রদান করলেও বিগত ২০১৫-২০ইং পর্যন্ত ০৬ বৎসরের ষাট হাজার টাকা প্রদান করেন নাই। তিনি পাওনা টাকা চাইতে গেলে আরিফ নানা ধরনের টালবাহানা করে অদ্যবধি কোন অর্থ প্রদান না করে অভয়নগর থানায় প্রতারণামূলক চল্লিশ হাজার টাকার কলাগাছ কেটে ফেলার বানোয়াট অভিযোগ দায়ের করে। এ বিষয়ে ভূক্তভোগী দরিদ্র কৃষক সিদ্দিক সাংবাদিকদের বলেন, স্থানটিতে কোন কলাগাছ ছিলনা। তাই কেটে ফেলার প্রশ্নই ওঠেনা। পাওনা টাকা চাওয়ায় আরিফ মিথ্যা অভিযোগ দিয়েছে। সরেজমিনে গিয়ে এলাকার জামাল, গফফার, ইনজারসহ অনেকের সাথে কথা বলে জানা যায়, সিদ্দিকের কাছে থেকে আরিফ মৌখিক চুক্তিতে লীজ নিয়েছিল। কিন্তু পরবর্তীতে সে লীজের ছয় বৎসরের ষাট হাজার টাকা প্রদান করেনি, বিষয়টি নিয়ে অনেক সালিশ বিচার হয়েছে, সমাধান হয়নি। আরও জানা যায়, আরিফ তক্ষক, ম্যাগনেটের ব্যবসাসহ বিভিন্ন ধরনের প্রতারণার সাথে জড়িত এবং এ কারণে র‌্যাবের হাতে কয়েকদিন পূর্বে আটকও হয়েছিল। এ বিষয়ে গাজীপুর ক্যাম্পের আইসি এসআই সুখলাল সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন আছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর