কে,এম আল আমিন :
সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত ৯৩ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। । উল্লাপাড়া-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এ সংবর্ধনা প্রদান করেন। রবিবার স্কুল মিলনায়তনে সামাজিক দুরুত্ব বজায় রেখে এ অনুষ্ঠান কার্যত্রম শুরু হয়।
স্কুলের সভাপতি কাজী এহসানুল হক সন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক সহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ তানভীর ইমাম।