অভয়নগরে ভূমিহীন, দুস্থ সলেমান ৩১ বৎসর ধরে উপজেলার ০২ ওয়ার্ডের আমিনুর মোল্যার মেহেগুনি বাগানে অস্থায়ী ছাপড়া তুলে স্ত্রী ও তিন কন্যা নিয়ে নিদারুণ কষ্টে দিনানিপাত করছেন। তিনি মৃত আব্দুর রহমানের পুত্র। জানা গেছে, দিন মজুর সলেমান দীর্ঘ দিন ধরে ০২নং ওয়ার্ডের পাঁচ কবর এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দুয়ারে ধর্ণা দিলেও তারা কোন রকম সাহায্য সহযোগীতা না করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তার হয়ে যোগাযোগ করার মত কেউ না থাকায় তিনি সরকারী দপ্তর থেকে এ পর্যন্ত কোন সুবিধা পাননি। এ বিষয়ে সলেমান সাংবাদিকদের বলেন, আমি দরখাস্ত নিয়ে ইউওনো স্যারের সাথে দেখা করতে গেলে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সরকারী ত্রানের জন্য পৌরসভায় গেলে সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষী আমার পরিচয় শুনে তাচ্ছিল্যের হাসি হেসে বের করে দেন। শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ ও ভূমিহীনদের ঘর ও ত্রান দিচ্ছেন, কই আমি তো কিছুই পেলাম না। স্থানীয় কাউন্সিলর মোঃ ওয়াদুদ শেখ সাংবাদিকদের বলেন, সলেমান একজন অসহায় ভূমিহীন ব্যক্তি, এটা সত্য। তবে ভবিষ্যৎতে তার জন্য কিছু করার চেষ্টা করব। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সলেমান নামে কোন ব্যক্তি দরখাস্ত দিয়েছে কিনা জানিনা, খুঁজে দেখতে হবে।
#আপন_ইসলাম