(৪ মে) মঙ্গলবার সকালে গোপালপুর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় ২০২০-২১ অর্থ বছরের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায়, বোরো মৌসুমে ধান কর্তনের জন্য ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
উদ্যোক্তা চাষি খন্দকার সাইদুর রহমানের হাতে প্রধান অতিথি হিসেবে মেটাল এগ্রিটেক লিমিটেড’র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ, এম, শহিদুল ইসলাম, গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন, হেমনগর ইউপি চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আব্দুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
#আপন_ইসলাম