মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনাকালীন মহামারির দ্বিতীয় ঢেউয়ে মাক্স বিতরণ করেছেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ। আজ শনিবার (০১ মে) বিকেলে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে উপজেলার বরাইদ ইউনিয়ন শাখার শ্রমিকলীগের সভাপতি মোঃ বাচ্চু মিয়ার অর্থায়নে মাক্স বিতরনের এ আয়োজন করা হয়। শ্রমিকলীগের এ আয়োজনে বরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ সাভার বাজার অফিস থেকে মাক্স বিতরনের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ। এ সময় সাভার বাজার, পথচারী এবং ইউনিয়নে বিভিন্ন এলাকায় পাচ শত মাক্স বিতরণ করেন বরাইদ ইউনিয়ন শ্রমিকলীগ। এ সময় বরাইদ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বলেন, করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সর্বদা জনসচেতনতার লক্ষে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা মুগ্ধ হয়ে শ্রমিকলীগের এ আয়োজন। আসুন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি, মাক্স ব্যবহার করি, অপরকে মাক্স ব্যবহার করতে সচেতন করি এবং সরকারি নিয়ম মেনে চলি। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গ বন্ধুর সুযোগ্য কণ্যা শেখ হাসিনার আস্থাভাজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেক (এমপি)’র দিক নির্দেশনায় করোনা মোকাবিলার জন্য জনগণের সেবক হিসেবে সকল ভাবেই তাদের পাশে আছি। ইউনিয়নের এলাকায় এলাকায় জনসচেতনতা প্রচার এবং পথচারী, ব্যবসায়ীদের মাঝে কয়েক দফায় প্রায় তিন হাজার মাক্স বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সামনে ঈদ। ঈদের বাজার ঘাটে সরকারি বিধি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স ব্যবহার করে কেনা কাটা করার জন্য আহবান করেন। সেই সাথে বরাইদ ইউনিয়ন শ্রমিকলীগকে ধন্যবাদ জানিয়ে সকলকেই এই দুঃসময়ে একে অপরের পাশে দাড়ানোর জন্য বিশেষ ভাবে আহবান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আলতাফ হোসেন, সাবেক ভাইচ চেয়ারম্যান, বরাইদ, রতন আলী, যুগ্ম আহবায়ক, তাতীলীগ, সাটুরিয়া উপজেলা, মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি, বরাইদ ইউনিয়ন শ্রমিকলীগ, মোঃ দুলাল মিয়া (অবঃ), সেনা, রফিকুল ইসলাম, সাইদ, প্রমুখ।
#আপন_ইসলাম