মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

সাতক্ষীরা সদর হাসপাতাল গেটে ভ্যানের উপর সন্তান প্রসব করা সেই মা ও শিশুকে দেখতে গেলেন ডিসি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ২:২৬ অপরাহ্ণ

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা :

গত ১ মে শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে ভ্যানের উপর এক নারীর সন্তান প্রসবের ঘটনা জানতে পেরে সমবেদনা জানাতে ভূক্তভোগী পরিবারের বাড়িতে গেলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। জেলা প্রশাসক মঙ্গলবার সকালে শহরের ঝুটিতলায় ওই নারীর বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন।

এ সময় তিনি হতদরিদ্র ঐ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা পৌঁছে দেন এবং নবজাতকের জন্য শিশুখাদ্য এবং তার মায়ের জন্য পুষ্টিকর খাবার ক্রয়ের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের এঁর পক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় অনাকাক্সিক্ষত ঘটনার জন্য জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেন এবং ঐ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে, জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এঁর নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য মঙ্গলবার (আজ) দুপুর ১টায় জরুরী সভা আহবান করা হয়েছে। প্রসঙ্গত, গত ১ মে শুক্রবার প্রসব বেদনা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ঝুটিতলার ওই নারী। কিন্তু তাকে ভর্তি না করে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এর পরপরই ভ্যানে একটি ফুটফুটে সন্তান প্রসব করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর