বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছে যুবলীগ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১ মে, ২০২১, ৯:১৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় চলতি বোরো মৌসুমে জমির পাকা ধান কাটা নিয়ে মহা দুশ্চিন্তায় ছিলেন সুজনকাঠী গ্রামের কৃষক খোকন রায়। ধান কাটা শ্রমিক না পেয়ে পাকা ধান ঘরে তোলা নিয়ে মহা দুশ্চিন্তায় থাকা অসহায় কৃষক খোকন রায়ের ক্ষেতের পাকা ধান কেটে দিয়েছে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সদস্যরা। যুবলীগের ছয় জনের একটি দল শনিবার প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কৃষক খোকন রায়ের ৮০শতক জমির পাকা ধান কেটে বাড়ি তুলে দিয়েছেন। যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত জানান, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে আগৈলঝাড়া আওয়ামী যুবলীগ সদস্য সদস্য জাহিদুল, সুমন, সুজয়, উজ্জ্বল, সৌরভ, পরিমলসহ অন্যরা খোকন রায়ের পাকা ধান কেটে বাড়ি তুলে দিয়েছে। ফয়জুল আরও জানান, খোকন রায়ের মতো অসহায় যে কোন কৃষক ধান কাটা নিয়ে সমস্যায় পরলে তাদের ক্ষেতের পাকা ধান যুবলীগের সদস্যা কেটে বাড়ি তুলে দেবে। কৃষক খোকন রায় বলেন অর্থ ও শ্রমিক সংকটের কারনে ক্ষেতের পাকা ধান ঘরে তোলা নিয়ে তিনি মহাদুশ্চিন্তায় পরেছিলেন৷ যুবলীগের নেতা কর্মীরা তার ধান কাটার সমস্যার সমাধান করায় যুবলীগের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর